আমাদের শীর্ষ ক্লায়েন্টসমূহ
শুভাকাঙ্খীরা যা বলেন
ফাতেমা খানম
প্যাসিফিক লিমিটেড
আলহামদুলিল্লাহ, প্রহরীর সার্ভিস অনেক ভাল। আমি অবশ্য সবগুলো ফিচার ইউস করি না, যেমন এসি অন/অফ, এটা আমার দরকার নেই। GPS Tracking টাই আমার বেশি প্রয়োজন হয়, এবং আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। অন্য সার্ভিসগুলোও শীঘ্রই ব্যবহার করবো ভাবছি। বিশেষ করে অডিও স্পাইংটা নিয়ে আমি খুব আগ্রহী। প্রহরীর জন্য শুভকামনা রইলো।
শামিম হাসনাত
প্যানডোরা লিমিটেড
আমার মতে প্রহরী ভাল। শুধু ভাল বললে ভুল হবে বেশ ভাল। কেননা আমি যে উদ্দেশ্যে প্রহরী নিয়েছি (লাইভ ট্র্যাকিং জন্য) আমার সেই কাজটি সঠিক ভাবেই হচ্ছে । আমি যেহেতু অনান্য ফিচার ব্যবহার করছিনা তাই সে ব্যাপারে বলতে পারবো না। তবে তাদের এক্টিভিটি দেখে মনে হয় অন্যান্য ফিচারগুলোও ভালই হবে। প্রহরীর জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।
আলম খান
মেসার্স আলম ট্রেডারস
মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে ডিসকানেক্টেড হওয়ায় কিছু সমস্যা হয়, যদিও সেটা ডিভাইসের নয়, নেটওয়ার্কের কারণে। সকল দিক বিবেচনা করলে প্রহরী ভাল একটি ট্র্যাকিং ডিভাইস। এক কথায় বললে, আমি যে সমস্যার কারনে ডিভাইসটি নিয়েছি তার ৭৫% পূরণ হচ্ছে ২৫% হচ্ছে নাহ, কিন্তু সেটা মোবাইল নেটওয়ার্কের কারণে ও সাময়িক।