এই গরমে গাড়িতে চড়বেন আরামে (১ম পর্ব)

শীত প্রধান দেশে যেখানে রাতের বেলা তাপমাত্রা মাইনাস ১০-১৫ তে নেমে যায় সেখানকার সকালের পরিবেশ নিশ্চয়ই কারো অজানা নেই।বাসার সামনে যে গাড়িটি আপনি রাতের বেলা রেখেছিলেন, সকালে উঠে দেখলেন গাড়ির কোন হদিস নেই। সারা রাতের তুষারপাতে সবকিছু ঢেকে গেছে। কিন্তু আমাদের দেশে এমনটা হয় না। আমাদে দেশে রাস্তায় এক হাঁটু পানিতে গাড়ি নিয়ে অসহায়ের মত দাঁড়িয়ে থাকতে হয়।

এই গরমের সময় নিজের শখের গাড়ি ভালো রাখার জন্য আলাদা যত্ন নিতে হবে। তার কিছু নিজেই করতে পারেন আবার কিছু Car Servicing করায় এমন কোন জায়গা থেকে সার্ভিস করিয়ে নিতে পারেন। কোন হেলাফেলা না করে তাই আজই জানুন কেন কখন Car Servicing করাবেন।

ব্রেক পরীক্ষা
গাড়ির যত যন্ত্রাংশ আছে তার মধ্যে ব্রেক অন্যতম। সামান্য ত্রুটিতে ঘটে যেতে পারে বিশাল দূর্ঘটনা। এই গরমে বৃষ্টির সময় ব্রেকে পানি ঢুকে যেতে পারে। আর সেটা খেয়াল রেখেই গাড়ি চালাতে হবে।

কখন বুঝবেন আপনার ব্রেকটি ক্রটিপূর্ন এবং সেটা পরিবর্তন করতে হবে-

 

  • গাড়ির ড্যাশবোর্ডে ওয়ার্নিং লাইট জ্বলে থাকবে।
  • ব্রেকের প্যাডেল নরম হয়ে যাবে।
  • প্যাডেলটি বেশ শক্ত এবং প্রতিরোধী হয়ে যায়।

গাড়ি চালানোর সময় হঠাৎ ব্রেক চাপলে জোরে শব্দ করে। শুরুতেই মেরামত না করলে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়ে যেতে পারে।
Car Servicing সম্পর্কে আরো পড়ুন- https://goo.gl/FEix3T

ব্যাটারী পরীক্ষা করুন
ব্যাটারী নষ্ট হওয়ার জন্যে ঠান্ডা বা শীতকে দায়ী করলেও  অতিরিক্ত গরমের সময়েই আসলে এটা নষ্ট হয়। কারণ এসময়ে-

  • ব্যাটারী ওভারচার্জড হয়।

  • ব্যাটারীর ফ্লুইড বাষ্পীভূত হয়।এর ফলে ব্যাটারীর আয়ুষ্কাল কমে যায়।

ব্যাটারী নিয়মিত পরিষ্কারের মাধ্যমেই এটার আয়ুষ্কাল অনেক বেড়ে যায়। ব্যাটারীর টার্মিনাল খুলে পরিষ্কার করে সুন্দর করে রিকানেকশন করতে হয়।

গরমের আরাম “এয়ারকন্ডিশন”
এই গরমে গাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এয়ারকন্ডিশন। কারন তাপমাত্রা দিন দিন যেভাবে বাড়ছে তাতে গাড়িতে এসির ব্যবহারও বাড়বে। তাই পুরোপুরি কাঠফাটা গরম পড়ার আগেই এসির ত্রুটি সারিয়ে নিন। নইলে Car Servicing গুলোতে লম্বা লাইনে পড়ে যাবে। কারণ- সবাই তখন হুট করেই সেখানে ভীড় জমাবে। আমরা চাই আপনি আগেভাগে সব সার্ভিসিং করিয়ে ফেলেন।

গাড়ির এসব গুরুত্বপূর্ন কাজের তদারকী এবং হিসেবনিকেশ আপনি চাইলে Prohori Vehicle Tracking System এর মাধ্যমে অটোমেটিক ভাবে তথ্য পেতে পারেন।
এসির খবরাখবর অটোমেটিক পাবার ভিডিও টিউটেরিয়াল- https://goo.gl/RVTkQY

আগামী পর্বে আমরা অন্যান্য গুরুত্বপূর্ন যন্ত্রাংশ নিয়ে জানাবো। আপনার যাত্রা নিরাপদ এবং আরামদায়ক হোক।

Share your vote!


এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
  • Fascinated
  • Happy
  • Sad
  • Angry
  • Bored
  • Afraid

মন্তব্যসমূহ


footer-svg