
গাড়িতো কেনা হলো, এইসব প্রয়োজনীয় বিষয় জানেন কী???
Published Sun 31st December 2017
আলম সাহেব নতুন গাড়ি কিনেছেন। মুলত তাদের পরিবারের সবার যাতায়াতের কথা চিন্তা করেই এই গাড়ি কেনা। কিন্তু গাড়ি কেনার পর তিনি পড়লেন নতুন এক চিন্তায়, ড্রাইভার রাখা এবং গাড়ি চালানোর নিয়ম-কানুন সম্পর্কে তিনি তো কিছুই জানেন না। তিনি তখন গাড়ি সম্পর্কে অভিজ্ঞ তার শ্যালক সোহেলের শরণাপন্ন হলেন। সোহেল তাকে গাড়িতে VTS (Vehicle Tracking System in Bangladesh) লাগানোর পরামর্শ দিলেন। এবং গাড়ি বিষয়ক বেসিক কিছু তথ্য দিলেন, তা শুনে তিনি তো বেজায় খুশী। আসুন জেনে নেয়া যাক সোহেল আলম সাহেবকে গাড়ি বিষয়ক কি কি তথ্য দিলেন।
লাইসেন্স সংক্রান্ত বিষয়
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্স পেতে হলে প্রথমে আপনাকে বিআরটিএ অফিসে আবেদন করতে হবে৷ ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো যাবেনা। নিবন্ধিত গাড়ির নম্বর অবশই গাড়িতে লাগিয়ে রাখতে হবে। গাড়ি নিবন্ধনের কাগজ পত্র সাথে রাখতে হবে।
ড্রাইভার নিয়োগ
সতর্কতার সাথে ড্রাইভার নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে ড্রাইভারের পেশাগত ও ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। ড্রাইভারের ও তার পরিবারের কারো জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি নিয়ে রাখতে হবে। তার বাসাবাড়ির অবস্থান ও এলাকায় তার পরিচিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। সে ড্রাইভারি কাজে কতটা দক্ষ তা পরীক্ষা করে দেখতে হবে। ড্রাইভারের বয়স কমপক্ষে বিশ বছর হতে হবে এবং গাড়ি চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
গাড়ি চালানো সম্পর্কে তথ্য
খুব বেশি দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না। বামদিক হতে চালাতে হবে এবং যেখানে সেখানে গাড়ি থামানো যাবে না। আঁকাবাঁকা ও খুব উঁচু নিচু রাস্তায় গাড়ি চালানোর সময় গাড়ির গতি কমিয়ে দিয়ে চালাতে হবে। এ সময় স্টিয়ারিং শক্ত করে ধরে রাখা দরকার, তা না হলে দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয় থাকে ৷
চালানোর নিয়ম–কানুন
রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালানো এবং অন্য গাড়ীকে ডান দিক দিয়ে ক্রস করতে হবে। বার বার লেন পরিবর্তন করা যাবে না ও অন্য গাড়িকে লেনে আসার সুযোগ দিতে হবে। লাল বাতি দেখলে গাড়ি থামানো, সবুজ বাতি দেখলে গাড়ি চালানো ও সিট বেল্ট ব্যবহার করতে হবে। গাড়ির চালককে নানা ধরনের ট্রাফিক সংকেত মেনে গাড়ি চালাতে হবে ৷
গাড়ি চালানোর সময় যেসব বিধিনিষেধ মেনে চলতে হবে
গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, ম্যাসেজ দেয়া, ভিডিও দেখা ইত্যাদি করা যাবে না। প্রয়োজন ছাড়া যাত্রীদের সাথে কথা বলা যাবে না। এছাড়াও গাড়ি চালানোর সময় খাওয়া-দাওয়া করা, ধুমপান করা নিষেধ। নেশা জাতীয় কিছু খেয়ে গাড়ি চালানো যাবে না।
ধীরে ধীরে গাড়ি চালানো
আমাদের দেশের রাস্তাঘাট তেমন একটা উন্নত নয়। ফলে গাড়ি চালানোর সময় ধীরে ধীরে চালানো উচিত। হাইওয়েতে দ্রুত গাড়ি চালানো উচিত নয়। ট্র্যাফিক আইন ও ট্র্যাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত। এছাড়াও ভিটিএস (Vehicle Tracking System in Bangladesh) এর স্পিড ভায়োলেশন এলার্টের মাধ্যমে গাড়ির গতিসীমা সম্পর্কে জানতে পারবেন।
নিরাপদ জায়গায় গাড়ি পার্ক করুন
নিয়ম-কানুন মেনে নির্ধারিত স্থানে গাড়ি পার্ক করতে হবে। আর গাড়ি চোরদের হাত থেকে বাঁচতে ড্রাইভারকে গাড়ি নজরে রাখতে বলুন। এছাড়াও সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড আছে এমন কোন স্থাপনা, যেমন সরকারি-বেসরকারি ব্যাংক, কোন কর্পোরেট অফিস, এটিএম বুথ ইত্যাদির সামনে গাড়ি রাখুন।
ভিটিএস (Vehicle Tracking System in Bangladesh) ব্যবহার করা
আপনার গাড়ি ভালোভাবে নজরে রাখতে গেলে গাড়িতে Vehicle Tracking device ইন্সটল করে নেয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনি ড্রাইভারের উপরও নজর রাখতে পারবেন। এছাড়াও ডেসটিনেশন এলার্ট, AC অন/অফ নোটিফিকেশন, মাইলেজ রিপোর্ট, ফুয়েল মনিটরিং সিস্টেম, ডেসটিনেশন এলার্ট, লাইভ ট্র্যাকিং ইত্যাদি সুবিধাও পাবেন।
আরও দেখুনঃ Traffic Jam কমান, সাবলীল ভাবে গাড়ি চালান
-
Cân Joci Ruletă Online Pe crystal ball slot online cazinou Bani Reali Deasupra România
-
Vip Ports Online With no Down load Play Best Vipslots Online
-
Pacanele Degeaba, Joaca 800 50 rotiri gratuite Wild Respin + Jocuri Pacanele Geab 77777
-
10 "best" Online Casinos Slot reel rush February Real Money Gambling